• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৯, ০৩:১৩ পিএম

১৫ মরদেহ শনাক্ত করতে ২০ স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ

১৫ মরদেহ শনাক্ত করতে ২০ স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিআইডির অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ডিএনএ অ্যানালিস্ট নুসরাত ইয়াসমিন

 

চক বাজার ট্র্যাজেডিতে শনাক্ত না হওয়া ১৫ মরদেহের ২০ স্বজনের কাছ থেকে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান সিআইডির অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ডিএনএ অ্যানালিস্ট নুসরাত ইয়াসমিন।

তিনি বলেন, একটি মরদেহের জন্য তার আপন দুই ভাই থেকে ও আরেকটি মরদেহের জন্য তার আপন তিন ভাইয়ের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৩ মরদেহের জন্য ১৩ জন স্বজন থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

শনাক্ত না হওয়া মরদেহের সংখ্যা ২১ জন বলে জানান সিআইডির এই কর্মকর্তা।

 তিনি বেশ জোর দিয়ে বলেন, অনেকের ডিএনএ পরীক্ষার জন্য তার ভাই-বোন এসেছেন। কিন্তু আসা প্রয়োজন মৃত ব্যক্তির বাবা-মা। যদি বাবা-মা না থাকেন তাহলে সন্তান। যদি এসবের কোনোটিই না পাওয়া যায়, তাহলে ভাই-বোন আসতে পারেন।

ডিএনএ পরীক্ষা শেষ করতে কেমন সময় লাগতে পারে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এটা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, পরীক্ষাটি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। বিশেষ করে মরদেহগুলি পোড়া হওয়ায় নমুনা সংগ্রহ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা অত্যন্ত দ্রুত এই কাজ শেষ করতে পারবো বলে আশা করি। সর্বোচ্চ ৩ থেকে ৬ মাস সময় লাগতেও পারে।

আরএম /বিএস