• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৯, ০৫:০৫ পিএম

৫ হাসপাতালের মর্গে ২১ লাশ, চেনার অযোগ্য ১৭টি

৫ হাসপাতালের মর্গে ২১ লাশ, চেনার অযোগ্য ১৭টি
ঢামেকের মর্গের সামনে লাশের জন্য স্বজনদের অপেক্ষা; ছবি- কাশেম হারুন


চকবাজার ট্র্যাজেডিতে নিহতদের মধ্যে ২১টি মরদেহ ঢাকার ৫টি হাসপাতালে রাখা আছে। এর মধ্যে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫টি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি, হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ৫টি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩টি এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে  রয়েছে ৪টি লাশ। তবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আরও একটি লাশের খন্ডিত অংশ রয়েছে। 

ঢামেকের মর্গের সামনে স্থাপিত ঢাকা জেলা প্রশাসনের তথ্যকেন্দ্র থেকে শুক্রবার বিকেলে এ তথ্য জানানো হয়। 

মৃতদেহগুলোর মধ্যে ঢামেকের মর্গে রাখা ৪টি লাশের চেহারা শনাক্তযোগ্য বলে জানানো হয়েছে তথ্যকেন্দ্র থেকে। স্বজনরা এখান থেকে তাদের লাশ শনাক্ত করতে পারবেন। তবে অন্যান্য লাশগুলো ডিএনএ টেস্ট ছাড়া শনাক্ত করার কোনো উপায় নেই। 

আরএম/আরআই