• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ৮, ২০১৯, ০১:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০১৯, ০১:৪০ পিএম

এমন বুয়েটকে আমরা চিনি না : আনিসুল হক

এমন বুয়েটকে আমরা চিনি না : আনিসুল হক
আনিসুল হক -ছবি : টিভি থেকে নেয়া

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে জড়ো হন সাবেক শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে সমাজের নানা পেশায় জড়িত সাবেক শিক্ষার্থীদের সঙ্গে ফাহাদ হত্যার প্রতিবাদ জানাতে ক্যাম্পাসে এসেছিলেন লেখক আনিসুল হক। সাবেক শিক্ষার্থীদের ব্যানারে তারা এ নির্মম হত্যাকাণ্ডের জন্য ঘৃণা প্রকাশ করেন। দ্রুত বিচেরেরও দাবি জানান। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেখক আনিসুল হক বলেন, আমরা যে বুয়েটকে চিনতাম সে বুয়েট এটি নয়। এই বুয়েটকে আমরা চিনি না।

ফাহাদকে হত্যার প্রতিবাদে বুয়েটসহ সারা দেশের শিক্ষাঙ্গন এখন উত্তাল। মেধাবী এই শিক্ষার্থীর হত্যাকারীদের ফাঁসিসহ ৭ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। 

গত রোববার (৬ অক্টোবর) বিকেলে বুয়েটের শেরেবাংলা হলের নিজ কক্ষ থেকে ফাহাদকে ছাত্রলীগ নেতা-কর্মীরা ডেকে একটি কক্ষে নিয়ে ৬ ঘন্টারও বেশি সময় ধরে নির্যাতন করে। গভীর রাতে তাকে অচেতন অবস্থায় হলের শিরির নিচে ফেলে রেখে যায় তারা। মধ্যরাতে সাধারণ শিক্ষার্থীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন। 

এমএএম/একেএস

আরও পড়ুন