• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৯, ০৬:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৭, ২০১৯, ০৬:৫৫ পিএম

কাশ্মীর সীমান্তে ফের সংঘর্ষ : নিহত ১ ভারতীয় সেনা

কাশ্মীর সীমান্তে ফের সংঘর্ষ : নিহত ১ ভারতীয় সেনা

কাশ্মীর ইস্যুতে বিরাজমান পরিস্থিতির মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে ভারত-পাকিস্তান সীমান্তে। এই হামলায় ভারতের এক সেনা নিহত হয়েছেন বলে জানা যায়। নিহত এই ভারতীয় সেনার নাম লেন্স নায়ক সন্দীপ থাপা বলে উল্লেখ করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকালে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। সকাল সাড়ে ৬টা নাগাদ ছোট আগ্নেয়াস্ত্র এবং শেলিং মর্টার দিয়ে ফায়ারিং শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। পাকিস্তানের করা হামলার পাল্টা জবাব দেয় ভারত। এই সময় আচমকা হামলায় ভারতীয় সেনাবাহিনীর লেন্স নায়ক সন্দীপ থাপা নিহত হয়েছে। তিনি দেহরাদুনের বাসিন্দা ছিলেন। 

এর আগে গত ১৫ আগস্ট ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে সন্ধ্যা বেলায় সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনী হামলা চালালে ভারতীয় সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য মতে ৫ ভারতীয় সেনা এবং ৪ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। যদিও ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কাশ্মীরে তাদের কোনো সেনা নিহত হয়নি। 

এখনো রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে দফায় দফায় গুলি বিনিময় হচ্ছে বলে জানা গেছে। 

আরও পড়ুন