• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২০, ০৬:২৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৫, ২০২০, ০৬:২৬ পিএম

‘রুবি প্রিন্সেস’ জাহাজ থেকে ছড়ানো ভাইরাস কেলেঙ্কারি

‘রুবি প্রিন্সেস’ জাহাজ থেকে ছড়ানো ভাইরাস কেলেঙ্কারি
রুবি প্রিন্সেস প্রমোদতরী সিডনি বন্দরে ভিডেছিল মাসখানেক আগে ● বিবিসি

রুবি প্রিন্সেস প্রমোদতরী যেটি সিডনি উপকূলে নোঙর করেছিল মাসখানেক আগে সেখান থেকে ভাইরাস শনাক্ত না হওয়া বহু যাত্রীকে সিডনিতে নামতে দেয়া এবং তাদের থেকে ছড়ানো ভাইরাস নিয়ে দেশটিতে আলোড়ন শুরু হয়েছে।

এই জাহাজ অস্ট্রেলিয়ায় ভাইরাস সংক্রমণের সবচেয়ে বড় উৎস বলে বলা হচ্ছে। এ নিয়ে এখন ব্যাপক ক্ষোভের পটভূমিতে ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

ওই জাহাজের ২৭০০ যাত্রী– যাদের অনেকেই হাঁচি-কাশিতে ভুগছিলেন এবং তাদের কোভিড-১৯ উপসর্গ ছিল। তাদের সিডনি বন্দরে জাহাজ থেকে নামতে দেয়া হয় এবং ট্রেন ও বাসে করে তাদের যার যার গন্তব্যে যেতে দেয়া হয়। অনেকে আন্তর্জাতিক ফ্লাইট ধরে বিদেশেও তাদের ঘরে ফিরে যান।

যাদের লক্ষণ ছিল তাদের পরীক্ষাও করা হয়েছিল, কিন্তু পরীক্ষার ফল জানার আগেই তাদের জাহাজ থেকে নেমে যেতে দেয়া হয়।

তাদের মধ্যে ১৯ জন মারা গেছে। অস্ট্রেলিয়ায় কোভিড আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে এক তৃতীয়াংশ ওই জাহাজের যাত্রী।

দেশটির ৬০০ এর বেশি পজিটিভ রোগী ওই জাহাজে ছিলেন। বিবিসি।

এসএমএম

আরও পড়ুন