• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০২০, ০৫:২৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০২০, ০৫:২৯ পিএম

দুর্ঘটনা নয়, মানুষের ভুলেই ভারতে গ্যাস লিক

দুর্ঘটনা নয়, মানুষের ভুলেই ভারতে গ্যাস লিক
সাম্প্রতিক ছবি

দুর্ঘটনা নয়, মানুষের ভুলই বিশাখাপত্তনমের ভয়াবহ গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী।

সোমবার (১১ মে) এই রিপোর্ট প্রকাশ করলেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

লকডাউনের সময়ে কারখানার দেখাশোনা ঠিকমতো না হওয়াতেই গ্যাস লিক করে যায় বলে জানানো হয়েছে।

বিশাখাপত্তনমের এলজি পলিমার্স ঘুরে দেখেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এপি ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির অফিসারদের দলের নেতত্বে ছিলেন ড. আরকে সারিন এবং টি সুরেশ। দু-দিন ধরে গোটা এলাকা ঘুরে তারা তথ্য-প্রমাণ সংগ্রহ করেন। কারখানার স্টাইরিন স্টোরেজ ট্যাংকের তাপমাত্রা বেড়ে গিয়েই বিপত্তি হয় বলে জানিয়েছেন তারা। এই স্টোরেজ ট্যাংকের তাপমাত্রা ২০ ডিগ্রির কম থাকার কথা। 

লকডাউনের কারণে এই তাপমাত্রা ঠিকভাবে মেইনটেইন করা হয়নি। লকডাউনের মধ্যেও কারখানার টেকনিক্যাল দলের স্টোরেজ ট্যাকের তাপমাত্রা ঠিক থাকছে কিনা, তা দেখা উচিত ছিল। এই কাজ না হওয়াতেই গ্যাস লিক করে মৃত্যু হয় ১২ জনের। এনডিটিভি।

এসএমএম

আরও পড়ুন