• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুলাই ১০, ২০২০, ১১:৩৪ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১০, ২০২০, ১১:৩৪ এএম

মাস্ক পরোটা!

মাস্ক পরোটা!

পরোটা সকালের নাস্তায় সবার প্রিয়। পরোটা সাধারণত গোল, ত্রিকোণ, চার কোনা হয়। কিন্তু এবার দেখা গেল ‘মাস্ক পরোটা’।

ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে টেম্পল সিটি নামের একটি রেস্তোরাঁ প্রথম মাস্ক পরোটা বানায়। তাদের দেখাদেখি এখন ভারতের অনেক স্থানে এই পরোটা বানানো হচ্ছে।

এস সতীশ নামের এক পরোটা মাস্টার মাস্ক পরোটা বানিয়েছিলেন। এই পরোটার ছবি শেয়ার করতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে।

এই সময়।

আরও পড়ুন