• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৭, ২০২০, ০৯:১৪ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৭, ২০২০, ০৯:১৪ এএম

সেনা কর্মকর্তাকে গুলি করে জওয়ানের আত্মহত্যা কাশ্মীরে

সেনা কর্মকর্তাকে গুলি করে জওয়ানের আত্মহত্যা কাশ্মীরে

জম্মু-কাশ্মীরের কুলগমে একজন সেনা কর্মকর্তাকে গুলি চালানোর পর সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর এক জওয়ান নিজেও আত্মহত্যা করেছেন। গুলিবিদ্ধ ওই কর্মকর্তাও মারা গেছেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৫ জুলাই) রাতে ঘটনাটি ঘটেছে কুলগমের জেলা আদালত চত্বরে। সেখানে সীমান্ত রক্ষা বাহিনী, এসএসবি-র অষ্টম ব্যাটেলিয়নের দায়িত্ব ছিল।

জানা গেছে, গত রাতে এসএসবি’র একজন কনস্টেবল, অ্য়াসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাকে সার্ভিস রাইফেল থেকে গুলি করে হত্যা করেন। আদালত চত্বরে কোনো কারণে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। 

সে সময় গুলি ভরা রাইফেল থেকে আচমকা গুলি চালিয়ে দেন ওই কনস্টেবল। পরে, ওই রাইফেল থেকে গুলি চালিয়ে নিজেও আত্মহত্যা করেন।

এ ঘটনার পর রাতেই সশস্ত্র সীমা বলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে পৌঁছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নেপাল ও ভুটান সীমান্ত ছাড়াও জম্মু-কাশ্মীরের কিছু অংশে সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে ভারতীয় সশস্ত্র সীমা বল। ঘটনার  তদন্ত শুরু হয়েছে।

তবে কুলগমে কী কারণে এমন ঘটনা ঘটল, তা তদন্তের পরেই জানা যাবে। আত্মহত্যা করা ওই জওয়ান মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এসএসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন। হিন্দুস্তান টাইমস।

কেএপি

আরও পড়ুন