
চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নতুন করে বেড়েছে করোনা সংক্রমণ। মিয়ানমার সীমান্তবর্তী ইউন্নান প্রদেশে শনিবার (০৩ এপ্রিল) অন্তত ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন নতুন শনাক্ত হওয়া রোগীদের লক্ষণের সঙ্গে চীনের করোনার ধরণের কোন মিল নেই। এমনকি দেশটির জাতীয় স্বাস্থ্য অধিদপ্তরও করোনা ছড়ানোর জন্যে দায়ী করছে মিয়ানমারের অনুপ্রবেশকারীদের।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, রুলি শহরে যে কয়জন নতুন রোগী শনাক্ত হয়েছেন তাদের সঙ্গে চীনের অন্যান্য শহরের করোনা আক্রান্তদের লক্ষণের তেমন মিল নেই। বরং মিল রয়েছে মিয়ানমারের করোনা রোগীদের সঙ্গে। এদিকে মিয়ানমার, লাওস আর ভিয়েতনাম থেকে চীনে প্রবেশের জন্যেও রুলি শহর দিয়ে যেতে হয়।
এমন অবস্থায় ধারণা করা হচ্ছে, মিয়ানমারের সেনাঅভ্যুত্থানের ফলে সৃষ্ট অস্থিরতা থেকে বাঁচতে অবৈধভাবে চীনে প্রবেশ করছে অনেকেই। এবং এসব অবৈধ নাগরিকদের মাধ্যমেই ইউন্নানে নতুন করে করোনা ছড়াচ্ছে।
চীনের মূল ভূখণ্ডে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৯০ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে সাড়ে চার হাজারের বেশি করোনা রোগীর।