
ভারতের দিল্লীর স্যার গঙ্গা রাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫ জন করোনা রোগীর। শুক্রবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার সকাল ৮টায় হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বার্তায় জানায় অক্সিজেনের অভাবে করোনা ওয়ার্ডের রোগীদের ভেন্টিলেশন সুবিধা বন্ধ হওয়ার উপক্রম। আর মাত্র দুই ঘণ্টা ব্যবহারের অক্সিজেন মজুদ আছে হাসপাতালে। মৃত্যু ঝুঁকিতে আছে আরও ৬০ জন মুমূর্ষু রোগী। এর প্রায় দুই ঘণ্টা পর হাসপাতালে অক্সিজেন পৌঁছায়।
কেবল দিল্লিই নয় ভারতের বড় শহরগুলোর প্রায় সব হাসপাতালে একই দৃশ্য। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে আকাশপথে অক্সিজেন পাঠানোর আহ্বান জানিয়েছে বেশ কিছু হাসপাতাল। চিকিৎসকরা জানান, উচ্চ রক্তচাপে ভোগা রোগীদের জন্য অক্সিজেনের প্রয়োজন সবচেয়ে বেশি। অক্সিজেনের ঘাটতি যৎ বাড়বে করোনায় মৃতের সংখ্যা তত বাড়বে।
গত কয়েকদিন ধরেই করোনায় সর্বোচ্চ সংক্রমণ আর মৃত্যুর রেকর্ড গড়ছে ভারত। এরই মধ্যে সরকারকে জরুরি অক্সিজেন সরবরাহ ও জাতীয় বিপর্যয় মোকাবেলার পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।