• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০২১, ০৪:৫১ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০২১, ০৪:৫২ পিএম

হামলার ভিডিও প্রকাশ করলেন মন্ত্রী, অস্বীকার করছে তৃণমূল

পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে এসে হামলার শিকার হয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণ। গাড়িতে বসেই টুইটারে সেই হামলার ভিডিও প্রকাশ করেছেন তিনি। অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার জানায়, নির্বাচনী সহিংসতায় আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার (৬ মে) পশ্চিম মেদিনীপুর সফরে আসেন মন্ত্রী। এসময় তার গাড়ি বহরের উপর হামলা চালায় দুষ্কৃতীকারীরা। 

মেদিনীপুরের কোতওয়ালি থানার পাঁচখুরি এলাকায় এই ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা ইট পাথর ছুড়ে ও বাঁশ দিয়ে গাড়ি ভাঙচুর করে। এসময় বিজেপি নেতা রাহুল সিংহও গাড়িতে ছিলেন। এ তিন সংবাদকর্মী ঘটনায় আহত হলেও প্রশাসনের কেউ হতাহত হননি।

ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী মুরলীধরণ বলেন, নির্বাচনে হেরে বিরোধীরা হতাশ হয়ে সহিংসতা করতে পারে। কিন্তু এখানে নির্বাচনে জয়ী দলের লোকজনই হামলা চালাচ্ছে। 

হামলার এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি করছে বিজেপি-র নেতারাই পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে।

আরও পড়ুন