• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২, ২০২১, ০৯:১৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২, ২০২১, ০৯:১৮ পিএম

বৈঠকের আগেই বাইডেনকে সাবধান করলেন এরদোয়ান

বৈঠকের আগেই বাইডেনকে সাবধান করলেন এরদোয়ান

বেলজিয়ামের ব্রাসেলসে ১৪ জুন ন্যাটোর শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তবে দুই নেতার সাক্ষাতের আগেই ওয়াশিংটনকে সতর্ক করলো আঙ্কারা।

মঙ্গলবার এরদোয়ান এক ঘোষণায় বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র তুরস্ককে কোণঠাসা করে ফেলার চেষ্টা করলে একজন ভালো বন্ধুকে হারাবে।

সম্প্রতি রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের চুক্তির জেরে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে।

এরপর ১৯১৫ সালে প্রথম বিশ্বযুদ্ধে অটোমান বাহিনীর হাতে ১৫ লাখ আর্মেনিয় হত্যার অভিযোগ নিয়েও বিবাদে জড়ায় দুপক্ষ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিলেও এরদোয়ান তা অস্বীকার করেছেন। বাইডেনের সমালোচনা করে এরদোয়ান বলেন, গণহত্যার স্বীকৃতি দেওয়া ঐতিহাসিক ও আইনজ্ঞদের কাজ, রাজনীতিবিদের নয়।

বাইডেন-এরদোয়ানের সম্পর্ক ন্যাটোর সঙ্গে তুরস্কের সম্পর্কের টানাপড়েনের ওপরেও প্রভাব ফেলতে পারে বলে মত বিশ্লেষকদের।

আরও পড়ুন