• ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: জুন ৬, ২০২১, ০৫:২০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৬, ২০২১, ০৫:২০ পিএম

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

ইয়েমেনের মারিবে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ জন।

আল-জাজিরা জানায়, ওমানের প্রতিনিধি দল ইয়েমেন সরকার এবং হুতি বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনার জন্য দেশটিতে সফরে আসার পরই এ হামলা হয়।

রাওদার গভর্নরের প্রেস সচিব আলী আল-গুলিসি বলছেন, শহরের কাছে একটি পেট্রোল পাম্পে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। অনেকেই সেখানে গাড়িতে পেট্রল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। 

তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরানী বেসামরিক নাগরিকদের ওপর এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানিয়েছেন। হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করে জাতিসংঘ, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ও যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি।

তাৎক্ষণিকভাবে এ হামলার ব্যাপারে কোন মন্তব্য করেনি হুতি বিদ্রোহী দল।

২০১৪ সালে ইয়েমেন গৃহযুদ্ধে শুরুর পর ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নেয়। এরপর রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করে তারা।

এর পরের বছর সৌদি জোট ইয়েমেনের ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে যুদ্ধ শুরু করে। সাত বছর ধরে চলমান হুতি ও সৌদি জোটের যুদ্ধে ১ লাখ ৩০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। 

আরও পড়ুন