• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২১, ০৩:০৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২১, ০৩:০৫ পিএম

ভালোবাসার বসন্তদিন

ভালোবাসার বসন্তদিন

হাজার রঙের আগুন লাগা
ভালোবাসার ফাগুন।
এই আগুনে হৃদয় পোড়ে
প্রেমের জ্বালায় দ্বিগুণ।

কোকিল দেখো, সাথী খোঁজে
কুঁহু কুঁহু বোলে।
দখিন হাওয়ায় ঢলে ঢলে,
আমের মুকুল দোলে।

ঘাসের আগায় শিশির আছে,
আছে শীতের আমেজ।
হাড়কাঁপানো মাঘ তবে নেই,
নেই বোশেখের তেজ।

ফাগুন মানে অনেক ফুল
আর পাখপাখালি রঙিন।
বছর ঘুরুক, বয়স বাড়ুক,
তবুও, মন কেমনের এ বসন্তদিন।