ভাসানচরে আরও ২২৬০ রোহিঙ্গা

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০৩:৪৮ পিএম ভাসানচরে আরও ২২৬০ রোহিঙ্গা

পঞ্চম দফায় নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচরে যাচ্ছেন ২ হাজার ২৬০ জন রোহিঙ্গা। বুধবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় দিকে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর ৬টি জাহাজে তারা ভাসানচরের উদ্দেশে রওনা করেন।

মঙ্গলবার (২ মার্চ) রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামে আনা হয়। রাতে তারা চট্টগ্রামের বিএফ শাহিন কলেজ মাঠের অস্থায়ী তাঁবুতে অবস্থান করেন। উন্নত জীবনযাপনের জন্য ভাসানচরে যাচ্ছেন বলে জানান রোহিঙ্গারা। 

এর আগে ৪ ডিসেম্বর প্রথম দফায় ১৬৪২ জনকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। এরপর পর্যায়ক্রমে ২৯ ডিসেম্বর ১৮০৪ জন এবং ২৮ ও ২৯ জানুয়ারি প্রায় ৪ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। চতুর্থ দফায় ২০১২ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়।

আরও সংবাদ