ঘোড়াঘাটে ১৩৫ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মে ১, ২০২১, ০৯:২৫ পিএম ঘোড়াঘাটে ১৩৫ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে ১৩৫ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ মে) সকালে ঘোড়াঘাট উপজেলার খেতাব মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত আফজাল বিশ্বাসের ছেলে মুন্না আলী বিহারি ওরফে শামীম (৪৪) ও তার স্ত্রী শাপলা বেগম ওরফে সৃষ্টি চৌধুরী (৩৫)।

ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খেতাব মোড় এলাকার খন্দকার বদরে আরেফিন ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে উপজেলার বলহার নামক স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় আটক নারীর কাঁধে ঝুলানো ব্যাগ থেকে ৩৫ বোতল ও মোটরসাইকেলের পিছনে রাখা সিমেন্টের বস্তা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ