• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৫, ২০১৯, ০২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৫, ২০১৯, ০৯:৩৭ পিএম

বিএনপি রাজনীতি থেকে পালিয়ে যাবে, আশঙ্কা তথ্যমন্ত্রীর

বিএনপি রাজনীতি থেকে পালিয়ে যাবে, আশঙ্কা তথ্যমন্ত্রীর
সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ -ছবি : জাগরণ

উপজেলা নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বাইরে গিয়ে একজন কমিশনার হিসেবে বক্তব্য রাখতে পারেন কি না সেটাই আমার প্রশ্ন। 

সোমবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রোববার সারা দেশে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন প্রসঙ্গে কমিশনার মাহবুব তালুকদার প্রেসব্রিফিং এ বলেন, এ নির্বাচন প্রকৃতপক্ষে কোন নির্বাচনই না।

বিএনপির উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যেভাবে নির্বাচন থেকে পালিয়ে বেড়াচ্ছে, তাতে আমি আশঙ্কা করছি বিএনপি রাজনীতি থেকেও এক সময় পালিয়ে যায় কি না।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির মধ্যে অস্থিরতা চলছে। সিদ্ধান্তহীনতাও প্রকট আকার ধারণ করেছে। তারা নির্বাচন থেকে দূরে সরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপিকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা জনগণের সঙ্গে থাকবে, না কি নাম সর্বস্ব দল থাকবে।

এমএম/এএস