• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২, ২০২৪, ০৩:৩১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২, ২০২৪, ০৩:৩১ পিএম

ফায়দা লুটতে চাচ্ছে একটি মহল : কাদের

ফায়দা লুটতে চাচ্ছে একটি মহল : কাদের
ওবায়দুল কাদের ● ফাইল ফটো

একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটতে চাচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হোক, তা কেউ চায় না। এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেন তিনি। আর প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে সরকার বদ্ধপরিকর জানান কাদের।

তিনি বলেন, এরই মধ্যে সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে।

এ সময় জাতিসংঘসহ যেসব দেশ সাম্প্রতিক সহিংসতার তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে, তাদেরও স্বাগত জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেয়া হয়েছে। কোনো শিক্ষার্থীকে যেন হয়রানি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আর আটক করা এইচএসসি পরীক্ষার্থীদের মুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

কাদের বলেন, শিক্ষার্থীদের মূল দাবি আদায় হওয়ায় আশা করি তারা এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে ঘরে ফিরে যাবে।

প্রতিটি হত্যার বিচারবিভাগীয় তদন্তে আওতা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন কমিশনে তিনজন বিচারপতিকে দায়িত্ব দেয়া হয়েছে।

জাগরণ/রাজনীতি/এসএসকে