• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২০, ২০১৯, ০২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২০, ২০১৯, ০৩:৫৬ পিএম

সরকার জনআতঙ্কে ভুগছে: মির্জা ফখরুল

সরকার জনআতঙ্কে ভুগছে: মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী সরকার এখন জন আতঙ্কে ভুগছে।  জনসমাগম দেখলেই জনবিস্ফোরণের আশঙ্কায় তারা শিউরে উঠছে।’ 

শনিবার দুপুরে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেন মির্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপির আজকের (শনিবার) বিভাগীয় সমাবেশে যোগ দিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সময় ফেনী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনী ফেনী জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিব উল্লাহ মানিক, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান মামুন, দাগণভূঁইয়া উপজেলা যুবদলের সভাপতি হাসানুজ্জামান শাহাদাৎ, ফেনী পৌর যুবদলের সমন্বয়ক জাহিদ হোসেন বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি শরীফুল ইসলাম এবং ফেনী পৌর যুবদল নেতা কাজী সোহাগকে গ্রেফতার করে।

এ ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি দেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলটির উদ্যোগে সবসময়ই গণতান্ত্রিক আচার-আচরণ অনুসরণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। অথচ গণধিকৃত আওয়ামী লীগ সরকার বরাবরই বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশগুলোকে পণ্ড করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আসছে। 
তিনি বলেন, গত ১৮ জুলাই বরিশালে বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সেখানে সরকার নানাভাবে বিএনপি নেতাকর্মীদেরকে হয়রানী করেছে। তারই ধারাবাহিকতায় সরকার চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশকে বানচাল করার সুপরিকল্পিত অংশ হিসেবে সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন জেলা বিএনপির নেতাকর্মীদেরকে ভীত সন্ত্রস্ত রাখতে গ্রেফতারসহ নানামুখী হয়রানি করছে।

টিএস/আরআই