• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ১১:১০ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০১৯, ১২:৪০ পিএম

যুবলীগের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : ওমর ফারুক চৌধুরী

যুবলীগের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে :  ওমর ফারুক চৌধুরী
যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী

যুবলীগ সম্পর্কে সাম্প্রতিক অভিযোগ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংগঠনটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।তিনি বলেছেন, ‘যুবলীগের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার করা হচ্ছে। এই অপপ্রচারগুলো বিরাজনীতিকরণের একটি ষড়যন্ত্র।’ 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার দেয়া এক ববিৃতিতে তিনি বলেন, ‘সম্প্রতি কোনো কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে চলছে ক্যাসিনো। যদি ক্যাসিনো চলে তাহলে এটা অপরাধ। প্রশ্ন হলো আইনপ্রয়োগকারী সংস্থা এতদিন ধরে নীরব ছিল কেন? এই ক্যাসিনো যারা চালিয়েছেন তারা যেমন অপরাধ করেছে। যেসমস্ত আইনপ্রয়োগকারী সংস্থা এই ক্যাসিনো বন্ধ করেনি বা ক্যাসিনো দেখার পরেও নীরব ভূমিকা পালন করেছিল, তারাও শাস্তিযোগ্য অপরাধ করেছে।’

তিনি বলেন, ‘আমি জানতে চাই কোথায় এই ক্যাসিনো আছে? আমি সেখানে যেতে চাই। আমি দেখতে চাই কারা এটা করছে। আমরা জানিনা, প্রশাসন জানে কিভাবে! তার মানে নিশ্চয়ই এই সংগঠনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র চলছে।’

তিনি বলেন, যদি কেউ অন্যায় করে থাকেন, তাহলে নিশ্চয়ই তার বিচার হবে। কিন্তু পরিকল্পিতভাবে একটি সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার রাজনীতি সম্বন্ধে মানুষের মধ্যে ভিন্ন ধারণা তৈরি করবে। একটি বিরাজনীতিকরণ প্রক্রিয়াকে উৎসাহিত করবে। এই প্রক্রিয়াটা কারো জন্যই শুভ নয়।

তিনি নিজের সংগঠন নিয়ে বলেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ সবচেয়ে বেশি সংখ্যক নেতাকর্মীকে দলের সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য বহিষ্কারের মত নজির গড়েছে। সকল অভিযোগ ও অপরাধের বিচার করেছে। আমাদের নিজস্ব ট্রাইব্যুনাল আছে। কেউ যদি অন্যায় করে থাকে তার বিচার ট্রাইব্যুনালে হবে। কিন্তু পুরো সংগঠনকে মিথ্যা অভিযোগ দিয়ে অপপ্রচার চালিয়ে কালিমা লেপন করাটা রাজনীতির জন্য কোনভাবেই শুভ লক্ষণ নয়।’

এমএএম/টিএফ
 

আরও পড়ুন