• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২, ২০২০, ০৮:৫১ পিএম
সর্বশেষ আপডেট : মে ২, ২০২০, ০৮:৫১ পিএম

নতুন রাজনৈতিক দল ‘এবি পার্টি’র আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক দল ‘এবি পার্টি’র আত্মপ্রকাশ
এ এফ এম সোলায়মান চৌধুরী (আহ্বায়ক) ও মুজিবুর রহমান মঞ্জু (সদস্য সচিব)

আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘আমার বাংলাদেশ পার্টি’ সংক্ষেপে ‘এবি পার্টি’।

শনিবার (২ মে) সকালে রাজধানীর বিজয় নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন দলের যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয়।

জামায়াতের সংস্কারপন্থী নেতারাই এ দল গঠন করেন।

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার- এই তিন মূলনীতির ভিত্তিতে দেশকে পুনর্গঠনে এবি পার্টির জন্ম বলে জানান নেতারা। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে উন্নীত করাই এ দলটির লক্ষ্য ও উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে ২২২ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন দল এবি পার্টির আহ্বায়ক হয়েছেন এ এফ এম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। 

স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশবাসীর সমর্থন চেয়েছেন এবি পার্টির সদস্য সচিব।

এসএমএম