• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০১৯, ০৬:১০ পিএম

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ড. কামাল হোসেন

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ড. কামাল হোসেন

 

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। গত ১৯ জানুয়ারি সিঙ্গাপুর যান তিনি। 

জাতীয় ঐক্যফ্রন্টের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করে আরও জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ড. কামাল হোসেন সরাসরি বেইলি রোডের বাসায় চলে যান। 

এদিকে, সংসদ সদস্য হিসেবে দুই নেতার শপথ নেয়ার সিদ্ধান্তে ড. কামালের নেতৃত্বাধীন গণফোরামে অস্থিরতা চলছে। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান বলছেন, তারা শপথ নেয়ার বিষয়ে ইতিবাচক। যে কোনো সময়ে শপথ নিবেন। তবে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু সাফ জানিয়ে দিয়েছেন, তারা আগের সিদ্ধান্তেই বহাল রয়েছেন। ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী শপথ নেবেন না।

টিএস/ এফসি