• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ১২:২২ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১২, ২০২৩, ১২:২২ এএম

জামায়াতের আমীরকে ‘মানবতাবাদী’ বললেন নুর

জামায়াতের আমীরকে ‘মানবতাবাদী’ বললেন নুর
ছবি ● সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ‘মানবতাবাদী’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

ওমরাহ পালন শেষে দেশে ফিরে বুধবার (১১ জানুয়ারি) নিজ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে করে নুর বলেন, ‘সরকার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দাম্মামে আওয়ামী লীগের লোকজন হত্যা করার উদ্দেশে আমার ওপর হামলা করেছে। আমি যে হেটেলে গিয়েছি সেখানেও তারা আমাকে ভয় দেখানোর জন্য টহল দিয়েছে, ঘোরাঘুরি করেছে। কাজেই দেশে আমি কতটুকু নিরাপদ জানি না।’

বিএনপি মহাসচিব ও জামায়ত আমিরের প্রসঙ্গ টেনে নুর বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত একজন মার্জিত রাজনীতিবিদকে জেলে নিতে সরকার কার্পণ্য করেনি। জামায়াতের আমিরের মত মানবতাবাদী লোককে যারা জঙ্গিবাদে জড়িয়ে জেলে নিতে পারে সেখানে আমি শঙ্কায় আছি। তারা আমার বড় ধরনের ক্ষতি করবে। তাই আমি সবাইকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।’

সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক সদস্যের সঙ্গে বৈঠকের অভিযোগ ওঠে নুরের বিরুদ্ধে। ইসরায়েলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির নেতা ও মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে তার একটি ছবিও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তবে নুরের দাবি, ছবিটি এডিট করা।

পুরো বিষয়টিকে ষড়যন্ত্র দাবি করে নুর বলেন, ‘আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে আমি যেন আর দেশে ফিরতে না পারি তার একটি বন্দোবস্ত করতে চেয়েছিল।’

ইসরায়েলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদি কিংবা তাদের কারো সঙ্গে কোনও মিটিং হয়নি জানিয়ে নুর বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইসরাইলের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। আওয়ামী লীগের কতিপয় নেতা আমার ছবি ও অডিও এডিট করে এগুলো করেছে।’

জাগরণ/রাজনীতি/এসএসকে