• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩, ০১:৪৫ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৯, ২০২৩, ০১:৪৫ এএম

আজ ঢাকায় দুই দলের কর্মসূচিতে পুলিশের নিষেধাজ্ঞা

আজ ঢাকায় দুই দলের কর্মসূচিতে পুলিশের নিষেধাজ্ঞা

রাজধানীতে একই সময়ে দুটি প্রধান রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচির কারণে সংঘর্ষ ও সহিংসতার আশঙ্কায় শনিবারের কর্মসূচির পালনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন রাজধানী ঢাকার প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। রাজনৈতিক দলগুলো ডিএমপির কাছে এ অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনও অনুমতি গ্রহণ করেনি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় শনিবারের সব রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেয়া হয়নি।

এআওয়ামী লীগের পক্ষ থেকে জানান হয়,  আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবস্থান কর্মসূচি বিরত রাখবে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা থাকবে।

জাগরণ/রাজনীতি/এসএসকে