• ঢাকা
  • শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ০১:২২ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৬, ২০২৩, ০১:২২ এএম

নবীর রওজায় প্রধানমন্ত্রী

নবীর রওজায় প্রধানমন্ত্রী
মদিনার মসজিদে নববীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা ● পিএমও

সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে হযরত মুহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার সেখানে আসরের নামাজ আদায় ও ফাতেহা পাঠ করে সরকার প্রধান মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন বলে বাসস জানিয়েছে।

এ সময় তার সঙ্গে ছোটবোন শেখ রেহানা ছিলেন। এদিন স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

এর আগে বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। 

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত ‘ইসলামে নারী : মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি মদিনা সম্মেলনে যোগ দিতে জেদ্দায় দেবেন। সোমবার জেদ্দায় ওআইসি সদরদপ্তরে ওই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি মক্কা শরীফে ওমরাহ পালন করবেন সরকার প্রধান। 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এর আগে জানিয়েছিলেন, সোমবার সন্ধ্যায় জেদ্দায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন। নারীর ক্ষমতায়ন নিয়ে সরকারের গৃহীত নানা উদ্যোগ সেখানে তুলে ধরবেন তিনি।  প্রধানমন্ত্রী গাজায় ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী শিক্ষা ও মর্যাদা যে নারীর মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে সে দিকেও আলোকপাত করা হবে। একই সাথে ইসলামের সূচনা লগ্ন হতে মুসলিম নারীরা সম্মানের সাথে যে অবদান রেখেছেন তা তুলে ধরবেন সরকার প্রধান। বিশ্বের ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া হতে মুসলিম নারীদের কিভাবে রক্ষা করা যায় তা আলোচিত হবে বলে আশা করা যাচ্ছে।’

<div class="paragraphs"><p>মদিনার মসজিদে নববীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা। ছবি: পিএমও</p></div>

৬ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠেয় এ সম্মেলনে মূলত পাঁচটি প্রতিপাদ্যের উপর আলোচনা হবে বলে জানান মোমেন। সম্মেলন শেষে  ইসলামে নারীর অধিকারের নানা দিকে আলোকপাত করে ‘জেদ্দা ডকুমেন্ট অব উইমেন ইন ইসলাম’ শীর্ষক একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হবে।

এই ফোরামে ইরান ও বেনিনের উপ-রাষ্ট্রপতি, স্বাগতিক সৌদি আরব ও ইন্দোনেশিয়াসহ ওআইসিভুক্ত বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ অনেক মন্ত্রী, জাতিসংঘের উপ-মহাসচিব, আরব লীগের মহাসচিব, সৌদি সরকারের বেশ কয়েকজন মন্ত্রী অংশ নেবেন।

জেদ্দায় সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইনসিয়েহ খাজালি। 

ওআইসির মহাসচিব এবং ওআইসির নারী উন্নয়ন সংস্থার (ডব্লিউডিও) নির্বাহী পরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ হবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহানের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। 

বৈঠকে সৌদি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও যৌথ বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। 

সম্মেলনের পরদিন প্রধানমন্ত্রী মক্কা শরীফে গিয়ে ওমরাহ পালন করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

জাগরণ/রাজনীতি/আওয়ামীলীগ/প্রধানমন্ত্রী/এমএ/এসএসকে