২৮ অক্টোবর বিএনপির সমাবেশে অংশগ্রহণ নিয়ে ধ্বংসাত্মক কার্যক্রম ও পুলিশকে মারধরের ঘটনায় সরাসরি জড়িত বিএনপির ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল।
এই তথ্য জানিয়ে ডিবি প্রধান হারুন অর রশিদ বলেছেন, বিএনপির শীর্ষ নেতারা ২৮ অক্টোবরের ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
রোববার রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান এসময় জানান, ২৮ অক্টোবরের ভিডিও, ছবিতে কমলাপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের সামনে বিএনপির নেতাকর্মীদের গাড়িতে আগুন দেয়া ও পুলিশকে মারধর করতে দেখা গেছে।
পুলিশকে গুরুতর আহত করে পুলিশের দিকে অস্ত্র তাক করতেও দেখা গেছে তাদের। ঘটনায় জড়িতদের আটক করেছে পুলিশ।
প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায়- মো. ইসমাঈল পাটওয়ারী, আব্দুল্লাহ আল সাঈদ রনি, এস এম মুরাদ হোসেন মামুন ও মাকসুদুর রহমান মাসুদ নামের চারজনকে আটক করা হয়েছে। তারা জড়িত থাকার কথা ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে।
এর আগে গ্রেপ্তার যুবদলের নেতারাও ২৮ অক্টোবর নাশকতার কথা স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন।
কেন্দ্রীয় যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক সাইদ হাসান মিন্টু দাবি করেন, তাদের নেতারা নানান ধরনের বিস্ফোরক বানিয়ে সরবারহ করতে বলেছেন।
ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, সুলতান সালাউদ্দিন টুকু লাঠি নিয়ে পুলিশকে তাড়িয়েছে তার ভিডিও আছে। এছাড়া আরও যেসব কেন্দ্রীয় নেতাকে আমরা আটক করেছি তারা আমাদের কাছে ধ্বংসাত্মক কার্যক্রমের দায় স্বীকার করেছেন।
বিএনপি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নেয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, কাউকে গ্রেপ্তার করতে গেলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তাদের পরিচয় দিয়েই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন।
জাগরণ/রাজনীতি/বিএনপি/এমএ