
সরকার পতনের এক দফার আন্দোলনে বিএনপির সমমনা কয়েকটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের বাংলাদেশ কল্যাণ পার্টিসহ ‘১২ দলীয় জোট’-এর কয়েকটি দল রয়েছে। এসব দল বিএনপির যুগপৎ আন্দোলনে রাজপথে সক্রিয় ছিল।
বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বাধীন জোট ‘যুক্তফ্রন্ট’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এতে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বক্তব্য রাখবেন।
যুক্তফ্রন্টের সমন্বয়কের দায়িত্বে থাকা আবদুল্লাহ আল হাসান সাকিব জানান, যুক্তফ্রন্টের সঙ্গে যুক্ত রয়েছে ১৫-১৬টির মতো দল। এর মধ্যে রয়েছে মুসলিম লীগ, জাতীয় পার্টি (কাজী জাফর), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি প্রভৃতি।
যুক্তফ্রন্টের সঙ্গে যুক্ত হওয়া দলগুলো সরকারবিরোধী আন্দোলনে বিএনপির সহযোগী জোট হিসেবে আন্দোলনে সক্রিয় ছিল। বিএনপির সমমনা দল ও জোটগুলো বর্তমানে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে।
বুধবার (২২ নভেম্বর) থেকে তাদের আন্দোলনে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে।
জাগরণ/রাজনীতি/এসএসকে