• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ১২:৪৩ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৩, ২০২৩, ১২:৪৩ এএম

তড়িঘড়ি করে ভোটে জাতীয় পার্টি

তড়িঘড়ি করে ভোটে জাতীয় পার্টি

তৃণমূল বিএনপি ও বিএনএম নিয়ে সরকার দলীয়দের হিসাব চিন্তায় ফেলে দেয় জাতীয় পার্টিকে।

সংসদে বিরোধীদলের মর্যাদা হারাতে পারে এমন আশঙ্কা পেয়ে বসে দলটির।

দলের বর্তমান সংসদ সদস্যদের অনেকেই দলের এই পরিণতি এবং নিজেদের সম্ভাব্য পরিণতি মেনে নিতে পারেনি।

দলে আরেক দফা ভাঙন ও সংসদে বিরোধীদলের মর্যাদা হারানো এই দুই আশঙ্কা থেকেই জাতীয় পার্টি তড়িঘড়ি করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়।

যদিও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলছেন, সরকারের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস পেয়ে তারা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জাতীয় পার্টি ২০১৪ সালে দশম সংসদ নির্বাচন ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করছে।

দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করছেন আর দলটির চেয়ারম্যান জি এম কাদের বিরোধী দলীয় উপনেতা।

জাগরণ/রাজনীতি/এসএসকে