• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩, ০১:১১ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৭, ২০২৩, ০১:১৩ এএম

প্রধানমন্ত্রীকে সাকিব-মাশরাফির ধন্যবাদ

প্রধানমন্ত্রীকে  সাকিব-মাশরাফির ধন্যবাদ
ছবি ● ফাইল ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা এবং জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সাকিব ও মাশরাফি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা নৌকার বিজয় নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন। 

গত সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হওয়া মাশরাফি মর্তুজা বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমার ওপর তিনি আস্থা রেখেছেন। গত পাঁচ বছর চেষ্টা করেছি নড়াইল-২ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকতে। আগামীতে আরও ভালো কিছু করতে পারব আশা করি।’

সাকিব আল হাসান ঢাকাসহ তিন সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফর্ম তুলেছিলেন। তবে নিজ এলাকা মাগুরা-১ আসনে মনোনয়ন পেয়েছেন তিনি। মনোনয়ন নিয়ে সাকিব বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাকে মাগুরা থেকে নির্বাচনের সুযোগ করে দেওয়ায়। মাগুরা-১ আসনের সব নেতাকর্মী ও এলাকার প্রত্যেক মানুষকে পাশে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে চাই।’

জাগরণ/দ্বাদশসংসদনির্বাচন/আওয়ামীলীগ/এসএসকে/কেএপি