• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ১১:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২১, ২০২৩, ১১:৫৮ পিএম

নির্বাচনী জনসভা

শনিবার আরও ৬ জেলার বক্তব্য দেবেন শেখ হাসিনা

শনিবার আরও ৬ জেলার বক্তব্য দেবেন শেখ হাসিনা
ছবি ● সংগৃহীত

 আগামী শনিবার (২৩ ডিসেম্বর) আরও ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ নিয়ে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৎবৃহস্পতিবারও ৫ জেলায় ভার্চুয়ালি জনসভায় বক্তব্য দেন তিনি।

গত ২০ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন শেখ হাসিনা।

 আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা সংবাদ প্রেসবিজ্ঞপ্তিতে জানান হয়, শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চুয়ালি ৬টি জেলার নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

পর্যায়ক্রমে খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলা, বরিশাল বিভাগের বরগুনা জেলা, চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলা এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা-থানা-পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন। একই সঙ্গে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাসমূহের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

জাগরণ/দ্বাদশজাতীয়সংসদনির্বাচন/আওয়ামীলীগ/কেএপি