
সিয়াম-পরীমনি জুটি তৃতীয়বারের মতো ‘বায়োপিক’ নামের একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন। নাট্য নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমাটিতে রোববার (১৪ তারিখ) চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ‘১৪ তারিখ’টিকে সিয়াম-পরীমনি জুটির জন্য সৌভাগ্যের বলে মনে করেন পরীমনি।
এক ফেসবুক পোস্টে পরীমনি লেখেন, “১৪ তারিখ সবসময় সৌভাগ্যের আমাদের জুটির জন্য। ‘বিশ্বসুন্দরী’ থেকে ‘বায়োপিক’— সিয়াম আহমেদ আরো একবার সহ্য করতে হবে আমাকে। অভিনন্দন অধিনায়ক সঞ্জয় সমদ্দার। আমরা আপনাকে বিশ্বাস করি। সবার ভালোবাসা অক্ষুন্ন রাখতে চাই।”
অন্যদিকে সিনেমাটি প্রসঙ্গে পরিচালক সঞ্জয় সমদ্দার জানিয়েছেন, ‘বায়োপিক’ পরিপূর্ণ একটি সিনেমা। থ্রিলারধর্মী গল্পে নির্মিত হবে এটি। কোনো মানুষের জীবননির্ভর সিনেমা নয় এটি। চলতি বছর শেষের দিকে সিনেমার চিত্রায়ণ শুরুর পরিকল্পনা রয়েছে।
এদিকে সিয়াম-পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এর আগে ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয় করেছিলেন তারা।