• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: মার্চ ২, ২০২৪, ১১:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২, ২০২৪, ১১:৫৭ পিএম

বিয়ে করলেন অনুপম

বিয়ে করলেন অনুপম
অনুপম ও প্রস্মিতা

এবারের ফাল্গুনে বাউণ্ডুলে  ঘুড়ি যেন ভালোবাসায় বাঁধা পড়ল।

তৃতীয়বারের জন্য বিয়ে করলেন অনুপম রায়। পাত্রী গায়িকা প্রশ্মিতা পাল। তারও এটা দ্বিতীয় বিয়ে। তবে ২ মার্চ নয়, ১ মার্চ হয়েছে তাদের বিয়ে। কথা মতোই ২ মার্চ অনুষ্ঠিত হলো তাদের বিবাহত্তোর সংবর্ধনা। 

 ১ মার্চ দুই পরিবারের সবার উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছেন তারা। এলাহি আয়োজন নয়, বরং সাদামাটাভাবেই সেটা করেছেন গায়ক-গায়িকা। 

২০২১ সালে অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তার পর গত বছর ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। তার পর থেকে সমাজমাধ্যমে শুরু হয় ট্রোলিং।

যদিও সেই সময় গায়ককে সমবেদনা জানিয়েছেন নেটাপাড়ার একটা বড় অংশ। তবে অনুপমের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে শুরু হয় একই ঘটনা।

যদিও বিয়ের দিন কয়েক আগেই অনুপমের স্ত্রী প্রস্মিতা বলেছিলেন, ‘ট্রোলিংয়ের জন্য আমরা প্রস্তুত। আমার মনে হয়, আমরা দু’জন সুখী হলে নেতিবাচক কোনো কিছু আমাদের ওপর প্রভাব ফেলতে পারবে না।’

অনুপম ও প্রস্মিতার আলাপ পরিচয় বহু বছরের। যদিও এত দিন ছিল কেবলই পেশাগত আলাপ। তার পর বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম। আনন্দবাজার। 

জাগরণ/বিদেশিবিনোদন/এসএসকে