• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ১২:২৮ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ১০, ২০২৪, ১২:২৮ এএম

ঈদে মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’

ঈদে মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’
তিন কেন্দ্রীয় চরিত্র মন্দিরা, রাজ ও সাদিয়া ● সংগৃহীত

অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা—চারশ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘কাজলরেখা’ মুক্তি পাচ্ছে আসন্ন রোজার ঈদে। 

শনিবার (৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টির ঘোষণা দেয়া হয়। 

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় মৈমনসিংহ গীতিকার পাঠকপ্রিয় আখ্যান ‘কাজলরেখা’।পরিচালক বলেন, ‘আমরা ছবিটির মুক্তি নিয়ে একেবারেই প্রস্তুত। এরমধ্যে শুধু ঈদই নয়, বৈশাখের আমেজটাও আমরা ধরতে পারব।’

sa_1708288830

ছবির চরিত্ররা—রাজ, মিথিলা, বাশার ও মন্দিরা। ছবি: সংগৃহীতএসময় উপস্থিত ছিলেন ছবির কেন্দ্রীয় শিল্পী মন্দিরা চক্রবর্তী, শরীফুল রাজ, সাদিয়া আয়মান, ইরেশ যাকেরসহ অনেকে।

কাজলরেখার নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে মঞ্চ থেকে উঠে আসা মন্দিরার বড় পর্দায় অভিষেক হতে চলেছে এ সিনেমা দিয়ে।

‘কঙ্কণ দাসী’র খলচরিত্রে দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে। সিনেমায় রাজা হয়েছেন ‘পরাণ’ ও ‘হাওয়া’ চলচ্চিত্র দিয়ে পরিচিতি পাওয়া অভিনেতা শরীফুল রাজ। আর খল চরিত্রে কাজ করেছেন খাইরুল বাশার।

আরও আছেন অভিনেতা আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, গাউসুল আলম শাওনসহ আরও অনেকে। 

জাগরণ/দেশেরবিনোদন/ঢাকাইচলচ্চিত্র/এসএসকে