• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৩, ২০২১, ০১:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২১, ০১:৩৩ পিএম

ঈদে ১৭ প্রেক্ষাগৃহে ‘বিশ্বসুন্দরী’

ঈদে ১৭ প্রেক্ষাগৃহে ‘বিশ্বসুন্দরী’

গত বছর ১১ ডিসেম্বর দেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি। সিয়াম-পরীমনি জুটির সিনেমাটি পেয়েছিল দর্শকপ্রিয়তা। এর জেরেই ঈদুল ফিতরে ফের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এমনটাই জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

রুম্মান রশীদ খানের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। করোনার প্রকোপ কিছুটা কম থাকার কারণে টানা ১৬ সপ্তাহ প্রেক্ষাগৃহে প্রদর্শন হয়েছিল ‘বিশ্বসুন্দরী’ । দর্শকদের বিশেষ অনুরোধে এবারের ঈদেও বড়পর্দায় থাকছে সিনেমাটি।

যেসব প্রেক্ষাগৃহে ‘বিশ্বসুন্দরী’ চলবে, সেই প্রেক্ষাগৃহগুলো হলো—আলোছায়া (শরীয়তপুর), আনন্দ (কুলিয়ারচর), মৌচাক (ভাঙ্গুরা), চলন্তিকা (গোপালদী), মেহেরপুর সিনেমা (মেহেরপুর), মোহন (হবিগঞ্জ), মনামী (খোকসা), নিউ রজনীগন্ধা (চালা), পূর্বাশা সিনেমা (শান্তাহার), রূপকথা (শেরপুর), সোহাগ (ঘোড়াশাল), ছন্দা (পটিয়া), ছন্দা (হাসনাবাদ), তিতাস (পটুয়াখালী), তুলি (নাভারণ), ডায়মন্ড (বোয়ালমারী), পড়শী (লাকসাম)।

সিনেমাটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। তারা জানায়, হল সংখ্যা আরও বাড়তে পারে। হল মালিকরা আগ্রহ নিয়ে ঈদে প্রদর্শনের জন্য ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি বেছে নিয়েছেন। তারা মনে করছেন, এ ধরনের গল্পের সিনেমা যে কোনো উৎসবে প্রদর্শন হতে পারে। যারা এর আগে বড়পর্দায় ছবিটি দেখেননি বা পুনরায় দেখতে চান, তারা স্বাস্থ্যবিধি মেনে এবারের ঈদে দেখতে পারেন।