
পরীমনিকে নিয়ে ‘বিশ্বসুন্দরী’ নামের একটি সিনেমা নির্মাণ করেছিলেন চয়নিকা চৌধুরী। করোনা আবহে ছবিটি মন্দের ভালো ব্যবসা করে। এবার আবার একসঙ্গে কাজ করতে চলেছেন এই দুইজন। এক ফেসবুক পোস্টে এমনটাই ইঙ্গিত দিয়েছেন চয়নিকা চৌধুরী।
চয়নিকা লিখেছেন, “আমরা এক হয়েছিলাম। আমাদের কেমিস্ট্রি খুব ভালো। আবারও নতুন ভালো কিছু, চমৎকার কিছু নিয়েই আমরা একসঙ্গে হচ্ছি। অপেক্ষায় থাকুন। খুব তাড়াতাড়ি জানাব আমার অডিয়েন্সদের।”
পরীমনিকে নিয়ে চয়নিকা লেখেন, “আমার সাথে তার সম্পর্ক কী এবং কেন তা আর মুখ দিয়ে বলার কিছু নেই। তা আমরা দুজন খুব ভালো করেই জানি। আমরা এক শ ভাগ ক্লিয়ার। শুধু এতটুকু বলতে পারি, পরীমনি একজন অসম্ভব অন্য রকম মনের মানুষ, এমন মানুষ খুব কম দেখা যায়। সে শুধু ভালো অভিনয়শিল্পী নয়, সে অনেক ফ্যামিলিয়ার একজন দারুণ মানুষ। তার ঘরবাড়ি, রান্নাঘর সবকিছু সে নিজেই দেখে।”
ফেসবুক পোস্টে বিষয়টি খোলাসা না হওয়ায় যোগাযোগ করা হয় চয়নিকা চৌধুরী সঙ্গে। এখানেও রহস্য জিইয়ে রাখলেন তিনি। চয়নিকা বলেন, “আমার কাছে পরীমনি দেশসেরা অভিনেত্রী। তার সঙ্গে আবারও কাজ করতে চলেছি। তবে এখনি বিস্তারিত কিছু বলছি না। আগামী সপ্তাহে ঘোষণা আসবে। এটুকু বলতে পারি, এবারের কাজটি আগের থেকেও ব্যতিক্রম হবে।”
চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। সেই সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন পরীমনি। এরপর থেকেই চয়নিকার সঙ্গে পরীমনির ভালো সম্পর্ক গড়ে ওঠে।