• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুন ৮, ২০২১, ০৪:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৮, ২০২১, ০৪:৩৬ পিএম

জোভান-সাবিলার ‘দ্য ডিরেক্টর’

জোভান-সাবিলার ‘দ্য ডিরেক্টর’

ভিন্নধর্মী এক গল্পের নাটক নির্মাণ করলেন রাফাত মজুমদার রিংকু। নাটকের নাম ‘দ্য ডিরেক্টর’। এতে কেন্দ্রিয় দুই চরিত্রে অভিনয় করেছেন জোভান ও সাবিলা নূর। এছাড়া নাটকটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাহেদ আলী সুজন। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।  

নাটকটি রচনা করেছেন মুনতাহা বৃত্তা। চিত্রগ্রহণে ছিলেন কামরুল ইসলাম শুভ। সহযোগী নির্মাতা মজুমদার শিমুল।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, “এই নাটকের গল্পটি ব্যতিক্রম। সংলাপের ক্ষেত্রেও আমরা বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। জোভান ও সাবিলা দারুণ অভিনয় করেছেন। সব মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে। বাকিটা দর্শক দেখে বলবেন।”

তিনি আরও জানান, নাটকটি প্রযোজনা করেছে মাস্টার কমিউনিকেশন। আসছে ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার করা হবে। উন্মুক্ত করা হবে ইউটিউবেও।