
দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় তোলপাড় সংস্কৃতি অঙ্গন। যে যার অবস্থান থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। সেই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
পরীমণির সঙ্গে ঘটে যাওয়া নারকীয় এই ঘটনায় ব্যথিত জয়া আহসান। খবরটি শোনার পর তিনি উৎকণ্ঠার ভেতর দিয়ে যাচ্ছেন। জয়া আহসান বলেন, “পরীমণির খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে। আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, অভিনয়জগতের একজন সদস্য হিসেবে।”
তিনি আরও বলেন, “একবিংশ শতকের অনেকটা পথ পার হয়ে এসে এখনো মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে? কোনো মানুষ, কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন–মানসিকতা বা দুঃসাহস কোত্থেকে আসে? যে চলচ্চিত্রশিল্পকে রক্তে-ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি, তা এতই নাজুক, এতই খেলো?”
এ সময় তিনি দোষীদের শাস্তি দাবি করে বলেন, “আমরা এই ঘটনার তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপনার বিচার হয়েছে। দেখতে চাই, কোনো মেয়ে—তা সে যে-ই হোক—তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে।”
এর আগে রোববার (১৩ জুন) রাত ৮টায় ফেসবুকে নাম প্রকাশ না করে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন। এসময় তিনি নিরুপায় হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য প্রার্থনা করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আলোড়ন সৃষ্টি করে। ওই রাতেই পরীমনি নিজের বনানীর বাসায় সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন গণমাধ্যমের সামনে।