• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ১১:০৬ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১১, ২০২১, ০৫:০৮ পিএম

গার্লস রোডট্রিপে সফরসঙ্গী প্রিয়াঙ্কা, আলিয়া ও ক্যাটরিনাা

গার্লস রোডট্রিপে সফরসঙ্গী  প্রিয়াঙ্কা, আলিয়া ও ক্যাটরিনাা
প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট (মাঝখানে) ও ক্যাটরিনা কাইফ

আজ থেকে ঠিক ২০ বছর আগে তিন বন্ধু গোয়া পাড়ি দিয়েছিল, আর দর্শক পেয়েছিলেন ‘দিল চাহতা হ্যায়’। ২০১১ সালে বন্ধুদের আর এক সফর ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ দিয়েছিল একরাশ ভাললাগা। বন্ধুত্বের সেই রোডট্রিপ আরও একবার... সফরসঙ্গী তিন নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট।

ছবির নাম ‘জি লে জরা’। পরিচালক ফারহান আখতার। এই গার্লস রোডট্রিপের জন্য কলম ধরেছেন ফারহান, জোয়া আখতার এবং রিমা কাগতি।

প্রিয়াঙ্কা, ক্যাটরিনা এবং আলিয়া তিনজনের মধ্যেই সখ্য রয়েছে। ছবির কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন তিন নায়িকাই।

তাদের বয়ানে স্পষ্ট, দু’বছর আগেই এই ছবির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল।

প্রিয়াঙ্কা লিখেছেন, ২০১৯ এর নভেম্বরে মুম্বাইয়ে এক বৃষ্টির রাতে কীভাবে তার মাথায় নারীকেন্দ্রিক মাল্টিস্টারার ছবির ভাবনা আসে, যা তিনি পরে ক্যাটরিনা এবং আলিয়ার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। এর পর ছিল ভাবনাকে রূপ দেয়ার প্রক্রিয়া। তার জন্য তিন নায়িকাই আস্থা রেখেছিলেন ফারহান, জোয়া এবং রিমার ওপরে।

নায়িকারা তাদের যে ছবিটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তা ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তোলা। তখনই তিন বন্ধু ঠিক করে নিয়েছিলেন, পর্দার রোডট্রিপ সফল করতেই হবে। তবে ট্রিপের ডেস্টিনেশন এখনই জানা যাচ্ছে না। আনন্দবাজার।

জাগরণ/এমএ