• ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৪:০৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৪:০৪ পিএম

মা হচ্ছেন পুতুল 

মা হচ্ছেন পুতুল 

পহেল ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে খুশির সংবাদ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। মা হতে যাচ্ছেন তিনি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সুসংবাদটি সবাইকে জানান তিনি।

ক্যাপশনে পুতুল লেখেন, এবারের পহেলা ফাল্গুনে আমি একটু ভিন্নভাবেই উদযাপন করছি। আরেকটা অধরা সত্তাকে সঙ্গে নিয়ে, যে আমারই ভিতর ধীরে ধীরে বড় হয়ে উঠছে। হ্যাঁ, মা-বাবা হতে চলেছি আমি আর রেজা (স্বামী)। একটা গিটার ও একটা মাইক্রোফোনের ব্যান্ডে ঝুনঝুনি হাতে আসতে চলেছে একজন, পরিপূর্ণ হতে চলেছে পুতুল পরিবার। আমি আনন্দিত।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ এপ্রিলের আগের রাতে ঘরোয়া আয়োজনে সৈয়দ রেজা আলীকে বিয়ে করেন কণ্ঠশিল্পী পুতুল। তার স্বামী অস্ট্রেলিয়ার একটি ব্যাংকে কর্মরত। পাশাপাশি তিনি নিজেও গানের সঙ্গে জড়িত।


ইউএম