• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৫:২০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৫, ২০২২, ০৫:২০ পিএম

অভিনেত্রীকে ‘অশ্লীল’ মেসেজ পাঠিয়ে গ্রেফতার ফ্যাশন ডিজাইনারের ছেলে

অভিনেত্রীকে ‘অশ্লীল’ মেসেজ পাঠিয়ে গ্রেফতার ফ্যাশন ডিজাইনারের ছেলে

নৃত্য নির্দেশক এবং ফ্যাশন ডিজাইনার প্রসাদ বিদপ। এক অভিনেত্রীকে ‘অশ্লীল’ মেসেজ পাঠানোর অভিযোগে তার ছেলে অ্যাডাম বিদপকে গ্রেফতার করা হয়েছে। অ্যাডাম বিদপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী। বেঙ্গালুরুর ইন্দিরা নগর পুলিশ স্টেশনের অভিযোগ করা হয়।

জানা গিয়েছে, ২৫ ফেব্রুয়ারি সেই অভিনেত্রীর কাছে ‘অশ্লীল’ মেসেজ আসে অ্যাডামের থেকে। দু’জনের কথোপকথন সংক্রান্ত সব তথ্য ইতোমধ্যেই পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি। 
 
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিনেত্রী অভিযোগ দায়ের করেছেন, অ্যাডাম বিদপ তাকে অশ্লীল মেসেজ পাঠিয়ে হেনস্থা করছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

প্রসঙ্গত, মাদক সেবনের অভিযোগে বছর দুয়েক আগে নিজেও পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন ওই অভিযোগকারিণী। অ্যাডামের বাবা প্রসাদ বিদপ ফ্যাশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় ব্যক্তিত্ব। পরিবেশ রক্ষা কমিটির সঙ্গেও যুক্ত তিনি। তবে অ্যাডাম বিদপ গ্রেফতারি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি প্রসাদ বিদপ।

ইউএম