• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ৮, ২০২২, ০৫:০২ পিএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০২২, ০৫:০২ পিএম

‘বউয়ের জন্য তাজমহল বানাচ্ছেন বাদাম কাকু’

‘বউয়ের জন্য তাজমহল বানাচ্ছেন বাদাম কাকু’

‘কাঁচা বাদাম’ গান গেয়ে বাংলার সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে খ্যাত পেয়েছেন ভুবন বাদ্যকর। গ্রাম বাংলার সাধারণ বাদাম বিক্রেতাকে এখন সবাই চেনে এক ডাকে, ভুবন বাদ্যকর।

এখনও মাটির ঘরেই থাকছেন তিনি। যাপিত জীবনের এখনো সেই কষ্টেই আছেন। এখন তা যেনো বদলাতে শুরু করেছে। এসব কথাই তিনি বলছিলেন গত ফেব্রুয়ারি মাসে ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হয়ে।  
 
সেই ভুবন বাদ্যকরের এখন দিন বদলেছে। দুবরাজপুরে যেখানে ভুবন বাদ্যকরের কাঁচা বাড়ি পাশেই গড়ে উঠেছে ইটের পাকা বাড়ি। ভেতরে বসেছে নীল রঙের টাইলস। এখন রীতিমতো ‘রাজমহল’ এ থাকছেন তিনি। 

সম্প্রতি সিটি সিনেমার ক্যামেরায় ধরা পড়েছে ভুবন বাদ্যকরের সেই বাড়ির ছবি। 

ভুবন বাদ্যকর জানান, মানুষের ভালোবাসায় এসবই সম্ভব হয়েছে। এমন বাড়ি বানাবেন তা কখনো স্বপ্নেও ভাবেননি। এক ইন্টিরিয়র ডিজাইনার নিজে থেকেই এগিয়ে এসেছেন একটি ঘরের ভেতর সুন্দর করে সাজানোর জন্য।

নেটিজেনরা এই বাড়ির ঝলক দেখেই বলছেন, ‘বউয়ের জন্য তাজমহল বানাচ্ছেন বাদাম কাকু’।

আগামীতে আরও কয়েকটি গান রেকর্ড করেছেন তিনি। তাকে জানানো হয়েছে, চলতি মাসের ১৫-১৬ তারিখে গানগুলো রিলিজ করা হবে। এছাড়া যে খবর ছড়িয়েছে, তিনি রেলে চাকরি পেয়েছেন, রানু মণ্ডলের সঙ্গে গান গেয়েছেন সেসবই ভুয়া বলে জানিয়েছেন ভুবন।

ইউএম