• ঢাকা
  • রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ১২:৩২ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৩১, ২০২৩, ০৬:৩২ পিএম

‘আইলসা লাগে’

‘আইলসা লাগে’
ছবি ● সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাল্লাগে’ শিরোনামের একটি গান ভাইরাল হয়। গানটি গেয়েছিলেন কণ্ঠশিল্পী সুমি শবনম। সেই গানের রেশ ধরে তিনি আরও একটি নতুন গান নিয়ে এলেন। নতুন গানের শিরোনাম ‘আইলসা লাগে’।

গানটিতে মডেল নয়ন বাবু ও শায়লা সাথী।

সোমবার (৩০ জানুয়ারি) আয়োজনের মাধ্যমে সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউবে চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।

নতুন গান  প্রসঙ্গে সুমি শবনম বলেন, ভাল্লাগে গানটি মানুষের কাছে জনপ্রিয়তা পাওয়ার পর ভালো গানের অপেক্ষায় ছিলাম। ৬ মাস সময় নিয়ে আমার দ্বিতীয় গানটি প্রকাশ পেয়েছে। আমি আমার দর্শকের চাহিদার কথা মাথায় রেখে এ কাজটি করেছি। আশা করছি, আগের মতনই নতুন গানটি সবার ভালো লাগবে।

গানটি লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সঙ্গীত পরিচালনা করেছেন সজিব দাস। কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান। 

জাগরণ/বিনোদন/সঙ্গীত/এমএ