• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১১:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১১:৫৯ পিএম

কিয়ারা-সিদ্ধার্থর বিয়ের ছবি

কিয়ারা-সিদ্ধার্থর বিয়ের ছবি
ছবি ● ফাইল ফটো

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানি। রাজস্থানের মরু শহর জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে অস্তমিত সূর্যকে সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন শেরশাহ জুটি। পাঞ্জাবি রীতি–রেওয়াজ মেনে বিয়ে হয়েছে। ঘোড়ায় চেপে বিয়ের মণ্ডপে প্রবেশ করেছিলেন সিদ্ধার্থ।

রাত পৌনে ১১টায় নেট–দুনিয়ায় এল তাঁদের তিনটি নতুন ছবি

রাত পৌনে ১১টায় নেট–দুনিয়ায় এল তাদের তিনটি নতুন ছবি

তিনটি ছবি শেয়ার করে কিয়ারা লিখেছেন, ‘এখন থেকে আমরা চিরতরে একে অপরের হলাম।’

তিনটি ছবি শেয়ার করে কিয়ারা লিখেছেন, ‘এখন থেকে আমরা চিরতরে একে অপরের হলাম।’

এদিন গোলাপি লেহেঙ্গায় কনের বেশে কিয়ারা হয়ে উঠেছিলেন বধূ। আর বর সিদ্ধার্থের পরনে ছিল শেরওয়ানি।

এদিন গোলাপি লেহেঙ্গায় কনের বেশে কিয়ারা হয়ে উঠেছিলেন বধূ। আর বর সিদ্ধার্থের পরনে ছিল শেরওয়ানি।

অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার জন্ম দিল্লিতে। সেখানেই বেড়ে ওঠা। অভিনয় জগতে পা রাখার পর থেকে মুম্বাইতে থাকেন তিনি। আপাতত পালি হিলসের এক বাড়িতে থাকছেন তিনি। সেই বাড়ি থেকে দেখতে পাওয়া যায় আরব সাগর। বিলাসবহুল ওই ফ্ল্যাটটির ইন্টিরিয়র করেছিলেন গৌরি খান। শোনা যাচ্ছে, আপাতত স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটেই উঠবেন সিদ্ধার্থ। তবে এটা হতে চলেছে তাদের অস্থায়ী বাস। স্থায়ীভাবে থাকতে জুহুতে একটি বাংলো পছন্দ করেছেন এই জুটি। মিড ডে-র প্রতিবেদন বলছে, ৩,৫০০ বর্গফুট জুড়ে বিস্তৃত ওই বাংলোটির মূল্য ৭০ কোটি রুপি। ওই বাংলোটিও সাগরমুখী। তবে যতদিন না তাদের স্বপ্নের বাংলো প্রস্তুত হচ্ছে ততদিন নববদম্পতি সিদ্ধার্থের আগের বাড়িতেই থাকবেন।

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি

কয়েক বছরের প্রেমের পর অবশেষে সাত পাকে বাঁধা পড়ছেন বলিউডের অন্যতম চর্চিত যুগল। ব্যক্তিগত পরিসরে ১০০-১২৫ জন অতিথির উপস্থিতিতে চারহাত এক হতে চলেছে দুই তারকার। তাদের অতিথি তালিকায় রয়েছেন করন জোহর, সস্ত্রীক শহীদ কাপুর, কিয়ারার ছোটবেলার বান্ধবী ঈশা অম্বানী। বিয়ের পরে আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে রিসেপশন পার্টির আয়োজন করেছেন তারকা যুগল।

জাগরণ/বিনোদন/ঢালিউড/এসএসকে