• ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ১২:১৮ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ১২:১৮ এএম

ভালোবাসা হোক প্রতিদিনময়...

ভালোবাসা হোক প্রতিদিনময়...
ছবি ● সংগৃহীত

একদিকে ঋতুরাজ বসন্তের প্রথম দিন অন্যদিকে বিশ্ব ভালোবাসা দিবস। একদিকে লাল গোলাপ অন্যদিকে হলদে গাদা ফুল মিলে একাকার আজকের দিনে। দিনটিতে শোবিজের তারকারাও পিছিয়ে নেই। কেউ উদযাপন করছেন ফাল্গুন, কেউ ভালোবাসা দিবস। 

 

ভালোবাসা দিবসের প্রথম প্রহরেই স্বামী রবিনের সঙ্গে ছবি পোস্ট করে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছেন  চিত্রনায়িকা পূর্ণিমা

চিত্রনায়িকা বুবলী ভালোবাসার দিবসে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে একাধিক ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়। তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কি!

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম তার ভালোবাসার মানুষের সঙ্গে ছবি পোস্ট করে বন্ধু, পারিবারির ও ভক্তদের ভলোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। 

ভালোবাসা দিবস আর ফাল্গুনের এই দিনে লালা শাড়ি পরিহিত ছবি পোস্ট করে অভিনেত্রী রুনা খান লিখেছেন, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়..! ভালোবাসা সবাইকে..

জাগরণ/দেশেরবিনোদন/এসএসকে