• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ০৫:০১ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৯, ২০২৩, ০৫:০১ পিএম

পপ গায়িকা ম্যাডোনা আইসিইউতে

পপ গায়িকা ম্যাডোনা আইসিইউতে
পপ গায়িকা ম্যাডোনা

জীবাণু সংক্রমণে গুরুতর অসুস্থ পপ গায়িকা ম্যাডোনা নিউইয়র্ক সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।

বুধবার ম্যাডোনার ম্যানেজার গাই ওজারি ইনস্টাগ্রামে এ তথ্য জানিয়ে পোস্ট করেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘২৪ জুন গুরুতর জীবাণু সংক্রমণে ম্যাডোনাকে আইসিইউতে নেয়া হয়। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। যদিও তাকে আরও কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।’ 

আগামী মাসে ৮৪ দিনের দীর্ঘ ওয়ার্ল্ড ট্যুর শুরু করার কথা ছিল ৬৪ বছর বয়সী এই গায়িকার। বিবৃতিতে গাই ওজারি বলেন, ‘এই অবস্থায় আমাদের সব ধরনের পূর্বপ্রতিশ্রুতি স্থগিত রাখতে হচ্ছে, এর মধ্যে ওয়ার্ল্ড ট্যুরও পড়বে। যত দ্রুত সম্ভব আমরা এ বিষয়ে বিস্তারিত জানাব। ট্যুর শুরুর নতুন তারিখ ও সংশোধিত সূচি জানিয়ে দেয়া হবে।’

জাগরণ/সঙ্গীত/এসএসকে