• ঢাকা
  • শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ১২:৩৫ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৭, ২০২৩, ০৬:৩৫ পিএম

‘নো শাহরুখ, নো ডন’

‘নো শাহরুখ, নো ডন’

‘ডন’র চরিত্রে দর্শক যেখানে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানদের মতো তারকাদের দেখে অভ্যস্থ। সেখানে ‘ডন ৩’তে অভিনয় করবেন রণবীর সিং। খবরটি সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে। যেন শাহরুখ খানের আসনে রণবীরকে দেখতে নারাজ ভক্তরা। তাই টুইটার থেকে শুরু করে সোশ্যালে চলছে একই মন্তব্য ‘নো শাহরুখ, নো ডন’!

দুদিন আগে অবশ্য পরিচালক ফারহান আখতার বলেন, রণবীর দুর্দান্ত কাজ করবে। আসলে যখন শাহরুখকে নিলাম তখন অমিতাভের সঙ্গে তুলনা করে কত না কটাক্ষ করা হয়েছিল। এখন আবার সেটা রণবীরকে নিয়ে করা হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন সে খুব এক্সাইটেড আর নার্ভাস। আমি জানি ও দুর্দান্ত কাজ করবে। তবে হ্যাঁ, সিনেমাটা ঠিকভাবে দাঁড় করানোর দায়িত্বটা আরও বেড়ে গেল আমার।

সম্প্রতিই মুক্তি পেয়েছে ‘ডন ৩’-এর টিজার। ডনের ডায়লগ শুরু হয় এরপর, ‘যে সিংহ ঘুমাচ্ছে, সে কবে জাগবে জানতে চাইছে সবাই। তাহলে ওদের সবাইকে বলে দিন আমি জেগে উঠেছি, শিগগিরই আমার ক্ষমতা দেখাতে ফিরছি।’

জাগরণ/বিদেশিবিনোদন/বলিউড/এমএ