
কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতার দ্বিতীয় আসর। এবারের আসরে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র মনোনীত হয়েছে। সেগুলো হলো- খন্দকার সুমনের ‘সাঁতাও’, নূর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ এবং সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’।
পূর্বাঞ্চলীয় ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব ইন্ডিয়ার আয়োজনে এটি অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব ইন্ডিয়ার ভাইস চেয়ারম্যান প্রেমেন্দ্র মজুমদার বলেন, বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি হচ্ছে।
খন্দকার সুমন বলেন, বাংলাদেশের একাধিক চলচ্চিত্রের উপস্থিতি জানান দিচ্ছে, বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশের চলচ্চিত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
জাগরণ/দেশেরবিনোদন/ঢাকাইছবি/এসএসকে