• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩, ১২:২৮ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৫, ২০২৩, ১২:২৮ এএম

ইতালির চলচ্চিত্র উৎসবে ‘সাঁতাও’ মনোনীত

ইতালির চলচ্চিত্র উৎসবে ‘সাঁতাও’ মনোনীত
ছবি ● সংগৃহীত

ইতালির ‘রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভালে’ মনোনীত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘সাঁতাও’। উৎসবের ২৬তম আসরটি অনুষ্ঠিত হবে ১৩ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ১৬ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টায় চলচ্চিত্রটি ওই উৎসবে দেখানো হবে।

উৎসবের শিল্প পরিচালক অ্যান্দ্রিয়া মোরগেন জানান, এই আসরের জন্য এক হাজার ৬৭০টি চলচ্চিত্র জমা হয়। সেখান থেকে ৪০টি চলচ্চিত্র নির্বাচিত করা হয়েছৈ। 

তিনি আরও জানান, ১৯৯৭ সালে জন্ম নেয়া ‘রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভাল’ ইতালিতে আধ্যাত্মিক এবং আন্তঃধর্মীয় সিনেমার অগ্রদূত হয়ে গত ২৫ বছর ধরে উদযাপিত হয়ে আসছে।

গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ চলচ্চিত্রটি ভারতের দ্বিতীয় ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল কলকাতা’য়, রাশিয়ার ১৯তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়। এছাড়া ২১তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’ সিনেমা হলে মুক্তি পেয়েছিল গত ২৭ জানুয়ারি।

গত বছরের নভেম্বরে ২৪ তারিখে ভারতের ‘৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ চলচ্চিত্র উৎসবের গোয়া প্রদেশের পাঞ্জি শহরে চলচ্চিত্রটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ হয়।

‘সাঁতাও’ ৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমি’-র আয়োজনে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ ‘সেরা প্রযোজনা পরিকল্পনা’ পুরস্কারে পুরস্কৃত হয়। পাঁচ মার্চ ভারতের কেরেলা প্রদেশের ত্রিশুল শহরে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ত্রিশুল (ইন্ডিয়া)-এর ১৮তম আসরে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। এর আগে ছবিটি ২৩ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র পুরস্কার ‘ফিফরিসি অ্যাওয়ার্ড’ পেয়েছিল।

৬ষ্ঠ নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্যানরমা বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ অর্জন করে। লন্ডনে অনুষ্ঠিত ২৪তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রেইনবো ফিল্ম সোসাইটি স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ অর্জন করে।

কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র ‘সাঁতাও’।

জাগরণ/দেশেরবিনোদন/ঢাকাইচলচ্চিত্র/এসএসকে