• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ১২:৫২ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৩, ২০২৩, ১২:৫২ এএম

দুবাই যাচ্ছেন ডিপজলসহ একঝাঁক তারকা

দুবাই যাচ্ছেন ডিপজলসহ একঝাঁক তারকা
ছবি ● সংগৃহীত

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

পঞ্চম ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ডের এই আস‌রে অংশ নেবেন দেশের এক ঝাঁক তারকা।

এ‌তে পারফর্ম কর‌তে দেখা যা‌বে আ‌সিফ, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, চঞ্চল চৌধুরী, জা‌য়েদ খান, মেহজাবীন চৌধুরী, তান‌জিন তিশা, আফরান নি‌শো, নিরব, ই‌ধিকা পাল, মুশ‌ফিক আর ফারহান, তও‌সিফ মাহবুব, কোনালসহ আ‌রেও ক‌য়েকজন তারকা।

ডিপজল বলেন, ভা‌লো লাগ‌ছে এরকম একটা আ‌য়োজ‌নে অংশ নিতে যাচ্ছি। নানা কার‌ণেই তো দুবাই যাওয়া হয়। ত‌বে এবার যা‌চ্ছি পুরস্কার অনুষ্ঠা‌নে।

তিনি বলেন, দে‌শের বাই‌রে যে প্রবাসী ভাইরা থা‌কেন, তা‌দের‌ আনন্দ দি‌তে পারবো, এটা আমার জন্য ভা‌লোলাগার একটা ব্যাপার।

পুরস্কার আসর‌টি বস‌বে আগামী ১৬ ডি‌সেম্বর দুবাই‌য়ের সালা‌দিন রো‌ডের ক্রাউন প্লাজায়।

জাগরণ/দেশেরবিনোদন/এসএসকে