• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৯:১৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৯:১৪ পিএম

একদিনে দুইবার গাঁটছড়া বাঁধলেন রাকুল-জ্যাকি

একদিনে দুইবার গাঁটছড়া বাঁধলেন রাকুল-জ্যাকি
ছবি ● সংগৃহীত

দক্ষিণ ভারতের লাস্যময়ী অভিনেত্রী রাকুল প্রীত সিং অবশেষ বিয়ের পীড়িতে বসেছেন জ্যাকি ভাগনানীর সাথে।

বুধবার গোয়ায় সমুদ্র সৈকতে এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানে মধ্যে দিয়ে বিয়ে করেছেন এই অভিনেত্রী।
 
সম্প্রতি তাদের বিয়ের কিছু ছবি ইন্সটাগ্রামে ছড়িয়ে পড়লে তা ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। 

তবে রাকুল ও জ্যাকি একই দিনে পরপর দুবার সাত পাকে বাঁধা পড়েছেন বলে জানা গেছে। জানা যায় এই জুটি দুই সম্প্রদায়ের রীতি-রেওয়াজ মেনে বিয়ে করেছেন।

rakul-preet-41708681582

রাকুল শিখ সম্প্রদায়ের কন্যা, তাই তারা শিখ রীতিনীতি মেনে সআর জ্যাকির সিন্ধি রীতি অনুযায়ী বিয়ে করেছেন বলে জানা যায় ।

শিখ রীতিতে বেলা সাড়ে ১১টা নাগাদ এই বিয়ে অনুষ্ঠিত হয়। এরপর বেলা তিনটা নাগাদ সিন্ধি রীতি মেনে আবার তারা চিরবন্ধনে আবদ্ধ হন। বিয়ের সব অনুষ্ঠান বিকেল পাঁচটার মধ্যে শেষ হয়।
 
সন্ধ্যা সাতটা নাগাদ রাকুল ও জ্যাকি কনে ও বরের বেশে চিত্রগ্রাহকদের সামনে আসেন।

জাগরণ/বিদেশিবিনোদন/বলিউড/এসএসকে